Skip to content

কথা — কৃষ্ণা দাস

শুধু কথা-কথা আর কথা,
কথাতেই বসবাস,
কথাতেই বেঁচে থাকা,
কথাতেই সর্বনাশ ।
কথা নিয়ে খেলা করা,
কথা দেওয়া, কথা নেওয়া,
কথা বিক্রী, কথা কেনা,
কথাতেই সব পাওয়া ।
কথা নিয়ে কত যুদ্ধ,
যত অশান্তি কথাতেই,
শান্তি ও সুখ আনে
কথা ভালবাসাতেই ।
কথা দিয়ে দিন শুরু,
কথা শেষে ঘুম আবেশ,
কথা ছাড়া না বাঁচা,
কথা ছাড়া সব শেষ ।

1 thought on “কথা — কৃষ্ণা দাস”

  1. কথার মালা চোখে এলো,
    শুন্য বুকে মন ভরালো।
    ভাবি বসে ক্ষনিক ত্বরে,
    কবিতার কথা রইলো মম অন্তরে।
    কথা দিলাম ভালোবেসে,
    ফাগুন শুভেচ্ছা দিলাম তোমা অবশেষে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।