Skip to content

ও চিরপ্রণম্য অগ্নি – শক্তি চট্টোপাধ্যায়

ও চিরপ্রণম্য অগ্নি
আমাকে পোড়াও |
প্রথমে পোড়াও ঐ দুটি পা দুটি যা চলচ্ছক্তিহীন,
তারপর যে-হাতে আজ প্রেম পরিচ্ছন্নতা কিছু নেই |
এখন বাহুর ফাঁদে ফুলের বরফ,
এখন কাঁধের ‘পরে দায়িত্বহীনতা,
ওদের পুড়িয়ে এসে জীবনের কাছে,
দাঁড়াও লহমা, তারপর ধ্বংস করো
সত্যমিথ্যা রঙে-শ্বেতে স্তব্ধ জ্ঞানপীঠ |
রক্ষা করো দুটি চোখ |
হয়তো তাদের
এখনো দেখার কিছু কিছু বাকী আছে |
অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি,
পুড়িও না ফুলমালা স্তবক সুগন্ধে আলুথালু ,
প্রিয় করস্পর্শ ওর গায়ে লেগে আছে |
গঙ্গাজলে ভেসে যেতে দিও ওকে মুক্ত, স্বেচ্ছাচারী –
ও চিরপ্রণম্য অগ্নি
আমাকে পোড়াও |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।