Skip to content

ওইখানে সব ? – কল্লোল সোম

ওইখানে বুঝি সব ?
ঘরমোকাম, মাধবীলতা, রসুইখানা
কটাক্ষ, বিশ্বাস, ঘাতকতা, ঘাম,
শরণার্থী প্রচন্ড কীচক;
আলিঙ্গনের অপরূপ, অপরস, নির্ভার প্রয়োগ,
নিরাময়ের ইন্দ্রজাল
ওইখানে বুঝি সব – ওইখানে ?

ওইখানে
নির্বিকল্প আশ্চর্য সব নীলচোখ পাখি
জানলার বিশ্রুত অন্ধকার তরলে ভাসে,
তোমার ফাল্গুণী-চোখ থেকে মুছে যায়
অতীত সব কফিন-ভিজিল্ ,
নিঅন্-নিশামুখ-আকাশ, অনিশ্চয়,
স্থিরতার অনটন –
মড়কছবি।

ওইখানে
স্পষ্ট হয়ে আসে উঠোন, রক্তজবা, ভদ্রাসন
পয়োনালা, পিয়াঘর
জমির শিকল;
মালিকানাময় প্রবল স্বদেশ
ওইখানে বুঝি –
ওইখানে সব ?

শুধু এইখানে নাচার সিঁড়িটি
হেমন্তফুলের মাংসে মুখ রাখা অমিতাচারে নিঃসাড়;
শুধু এইখানে
হ্যাঁচড়ানো শিরামূল, স্বর্ণবলয়,
নিঃসম্বল নুন নদী,
অপহরণের রক্তদাগ;
শুধু এইখানে পরবাস –
এইখানে,
তোমার অপর বিহঙ্গতা্র
শীর্ষ অভিলাষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।