Skip to content

ওইখানে সব ? – কল্লোল সোম

ওইখানে বুঝি সব ?
ঘরমোকাম, মাধবীলতা, রসুইখানা
কটাক্ষ, বিশ্বাস, ঘাতকতা, ঘাম,
শরণার্থী প্রচন্ড কীচক;
আলিঙ্গনের অপরূপ, অপরস, নির্ভার প্রয়োগ,
নিরাময়ের ইন্দ্রজাল
ওইখানে বুঝি সব – ওইখানে ?

ওইখানে
নির্বিকল্প আশ্চর্য সব নীলচোখ পাখি
জানলার বিশ্রুত অন্ধকার তরলে ভাসে,
তোমার ফাল্গুণী-চোখ থেকে মুছে যায়
অতীত সব কফিন-ভিজিল্ ,
নিঅন্-নিশামুখ-আকাশ, অনিশ্চয়,
স্থিরতার অনটন –
মড়কছবি।

ওইখানে
স্পষ্ট হয়ে আসে উঠোন, রক্তজবা, ভদ্রাসন
পয়োনালা, পিয়াঘর
জমির শিকল;
মালিকানাময় প্রবল স্বদেশ
ওইখানে বুঝি –
ওইখানে সব ?

শুধু এইখানে নাচার সিঁড়িটি
হেমন্তফুলের মাংসে মুখ রাখা অমিতাচারে নিঃসাড়;
শুধু এইখানে
হ্যাঁচড়ানো শিরামূল, স্বর্ণবলয়,
নিঃসম্বল নুন নদী,
অপহরণের রক্তদাগ;
শুধু এইখানে পরবাস –
এইখানে,
তোমার অপর বিহঙ্গতা্র
শীর্ষ অভিলাষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।