Skip to content

এলোমেলো ছড়া – অমিয় আদক

হাতে কাগজের তাড়া, তাতেই আছে ছড়া।
দেখেই তোমার চোখ দু’খানি হল ছানা বড়া?
ভুতের মাসি ভুতের পিসি ভুতের বেন্দাবন,
আমার হাতের ছড়ার তাড়া আমার বড় ধন।
পেত্নি মাসি আসে, বসে মাঠের ঘাসে
উচ্চ স্বরে শোনাই ছড়া পারি যতক্ষণ।
তার থাকে না তাড়া, করে না সে সাড়া।
চোখ দু’টি তার ভাঁটার মত ঘোরে সারাক্ষণ।
চাঁদ ডুবে যায় যখন, শেয়াল ডাকে তখন।
পেত্নি মাসি ঘুমে তখন হয় যে অচেতন।
শুয়ে পড়ে ঘাসে, খক-খকিয়ে কাশে।
মাসির মাথার কাছে আমি জাগি সারাক্ষন।
আমার এসব ছড়া হয়নি বিশেষ পড়া।
পেত্নি মাসি বাদে কোন শ্রোতা আমার আছে?
তাই করেছি পণ, থাকতে এ জীবন
সব ছড়াকেই পড়ব আমি পেত্নি মাসির কাছে।
এখনকারের সোনা, ছড়া তো পড়ে না,
কম্প্যুটার গেম খেলে সব, সময় বাঁধাধরা।
ছবি আঁকা নাচ-গান, লিখে পড়ে হয়রান,
এতকিছুর পরে কখন পড়বে তারা ছড়া?”


কবি অমিয় আদকের পাতায় যেতেঃ এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।