Skip to content

ঋতু-প্রাকৃ্ত – কল্লোল সোম

কি যে এক ঋতু-প্রাকৃত আড়ষ্টতা, এমনকি
ম্যাড়ম্যাড়ে হারামি বলদ মিহিন সম্ভাষণে
বাঙ্গালকে হাইকোর্টের সুলুক ছুঁড়ে
ডুব দিলে চিটে খড়ের
সমুদ্র গুহায়।

এখানেও প্রেম আসে, এ লাইনেরই পর পর
পীরও … আরও বিবিধ যাঁরা ধর্মপথে বাঁশী ফুঁকে ফেরেন–
যদি
তোমার টী-জামার অচ্ছোদভেদী
সূর্য-আলো ভিজিয়ে দিত ব্রা…কনকচাঁপা করুণামন্ডল
মাংস, আগুনচাকা হ্রদয়;

যুগ উড়ে গেছে … রক্ত ছেড়ে আর কি কি চেয়ে?
শুধু রক্তজট, প্রেত মাশরুম, প্রত্নমগজের অতিরিক্ত সুরুয়া
এখানেও তবু,
তবু
এ নিরীহ লাইনের পর পর,
প্রবল বিদ্রোহে … বিদ্যুৎচৌম্বকীয় টানে
আসে প্রেম
কি মহা সমারোহে!

বাদুড়বৃত্ত কাঁধে কাঁধ ঠেসে
এক ও অদ্বিতীয় ফল ঘিরে
দেশজ মৌতাতে
জাত্যাভিমান, যুগসংগীতের
মহড়া ফলায়
রোজ রাতে তারাবিম্বিত
গেলাসে-লিঙ্গে
আড়-ঠেকা দিয়ে…

মহড়া নেয় একঠেঁয়ে
শরীরের জনহীন অবাধ্যতার,
তাদের চোখ আঁধার-সমুদ্রের লালায় জ্বলজ্বল
হে ফস্‌ফরাস্‌, তোমায় চিনি নি আমি
স্বপ্নে, রাষ্ট্রে, সন্ত্রাসে
সম্বিতের সীমাহীন অন্য কোনো উৎসগুহায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।