Advertisements
Home / কবিতা / ঈশ্বর-১ – নিত্যানন্দ দত্ত

ঈশ্বর-১ – নিত্যানন্দ দত্ত

যে গাছ সঙ্গীহীন বিষণ্ণ মানুষের মতো একা
ধূসর শূন্য তার অকৃপণ ছায়ার এলাকা।

সে ছায়ায় ঘর বাঁধে আশ্রিত পাখি পরিবার
শুধু তার বন্ধলে ব্যথাদাগ, অপমানভার

রেখে গেছেন, দূরগামী পথিকের প্রেম, বিরাগ
সেসব ক্ষতের গায়ে খসে পড়ে পাতার সােহাগ ।

পাতার আড়ালে নামে আষাঢ়স্য ধারাবারিষা ।
ধুয়ে দেয় ধুলে অবসাদ, আর কিছু ব্যথার গােপন

সে ব্যথা সহনশীল, মাটিতে ছায়ার মতাে স্থির
পাখিদের ঠোটে ঠোটে উড়ে যায় খড়কুটো নীড়।

মাটির গভীরে গাছ ছুঁয়ে থাকে দূরের শেকড়
যে প্রেমে ছোঁয়া কাতরতা সে আমার প্রকৃত ঈশ্বর…

Advertisements

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন