Skip to content

আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর – কাজী নজরুল ইসলাম

[A]

আমি যার নূপুরের ছন্দ,
বেণুকার সুর–
কে সেই সুন্দর, কে।।

আমি যার বিলাস যমুনা,
বিরহ বিধুর–
কে সেই সুন্দর, কে।।

যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম–ডালা
না -দেখা -সুদূর–
কে সেই সুন্দর, কে?।।

যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়–
সে রহে কোথায় হায়!
আমি যার বরষার আনন্দ- কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা
যে মম অঙ্গের কাঁকন-কেয়ূর–
কে সেই সুন্দর, কে।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।