Skip to content

আমি ভালো নেই — প্রদীপ বালা

কেমন আছো তোমরা ?
কেমন আছো পার্কস্ট্রীট ?
কেমন আছো কামদুনি, বারাসাত, মধ্যমগ্রাম ?
কেমন আছো সুটিয়া, বামন গাছি ?
কেমন আছো সিঙ্গুর-নন্দীগ্রাম, জঙ্গল মহল, দার্জিলিং ?

আমি ভালো নেই ।

কথা ছিল হাতে হাত রেখে হাঁটবো কোলকাতায়
কথা ছিল তুমুল তর্ক করব রবীন্দ্র সদনে বসে
কথা ছিল রবীন্দ্রনাথ কে রবীন্দ্রনাথ আর
.                 মাইকেল কে মাইকেল বলে জানবো
কথা ছিল কাঁধে কাঁধ মিলিয়ে নামবো রাস্তায়
আর চষে বেড়াব ধর্মতলা, শহীদ মিনার, রাসবিহারী এভিন্যু
আর গম গম কণ্ঠে বলে যাবো সুবোধ সরকার, জয় গোস্বামী…
কথা ছিল দ্রুত মিটে যাবে আমাদের সব দাবী-দাওয়া
কথা ছিল ধর্ষিতা মেয়ের লাশের বোঝা কাঁধে নিয়ে
.             আইনের দরজায় দরজায় ঘুরবেনা কোন বাবা-মা…

আমি ভালো নেই

এখন কথারা ‘সাজানো ঘটনা’ হয়ে ওড়ে প্রাইভেট ফ্লাইটে
এখন কথারা ‘ছোট ঘটনা’ হয়ে আমার কথা চাপা দিয়ে চলে যায়
এখন কথারা অক্সিজেন হয়ে মিশে থাকে বীরভূমের বাতাসে
বোম মারার হুমকি হয়ে ঘোরে…
এখন কথারা সব ‘চন্দন নগরের মাল বাবু’ হয়ে যান
আর ‘ঘরে ছেলে পাঠিয়ে রেপ করে’ দিতে চান

আর সেই সব কথারা সুযোগ সন্ধানী হয়ে যায় একে একে
‘রুপম’-এর লেখক, ‘সৎকার-গাঁথা’র লেখকেরা মিশে যান কথার ভিড়ে
সাথে সাথে টালিগঞ্জ, প্রফুল্ল সরকার স্ট্রীট, সল্টলেক সেক্টর ওয়ান
সাথে সাথে জোনাল কমিটি, লোকাল কমিটি, প্রতিটি বুথ…
পেছনে পেছনে এপাড়ার অমুক ওপাড়ার তমুক…

আমি ভালো নেই
আমার কথারাই শুধু সুযোগ সন্ধানী হতে পারে না
রাত জেগে জেগে কি-বোর্ডে মাথা কুটে মরে
আর ভোর হলেই
নীল মেঘ হয়ে জমে থাকে নবান্নের ওপর
.                           উড়ে বেড়ায় আকাশে আকাশে
আর বৃষ্টি হয়ে ঝরে যায়
আর নর্দমা দিয়ে বয়ে চলে
আর পিচ হয়ে মিশে থাকে রাস্তায়
বুটের আঘাতে আঘাতে খসে পড়ে লজ্জার আভরণ
আর চুপচাপ দাঁড়িয়ে থাকে একেবারে পেছনের সারিতে
.                                            একদম চার অক্ষরের বোকা হয়ে…

কেমন আছো তোমরা ?
আমি ভালো নেই…

1 thought on “আমি ভালো নেই — প্রদীপ বালা”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।