Skip to content

আমি দেখেছি তোর শ্যামে (প্রতিদ্বন্দ্বী) – কাজী নজরুল ইসলাম

[A]

প্রতিদ্বন্দ্বী
বাউল

আমি দেখেছি তোর শ্যামে
দেখেছি কদম-তলা,
আমি দেখেছি তোর অষ্টাবক্রের
আঁকাবাঁকা চলা 
তার যত ছলাকলা।
দেখেছি কদম-তলা॥

তুই মোর গোয়ালের ছিঁড়ে দড়ি
রাত-বিরেতে বেড়াস চরি,
তুই রাখাল পেয়ে ভুলে গেছিস
আয়ান-ঘোষের রলা!
দেখেছি কদম-তলা॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।