Skip to content

আমার সোনা – অমিয় আদক

আমার সোনা চাঁদের কণা,
করছে ভালোই পড়াশোনা।
ইংরেজি তার ভালোই জানা,
মায়ের ভাষা চাখেনা।
তাই বাঙলা তেমন শেখে না।
হিন্দিটা তার ভালোই লাগে,
ইংরেজিতে সবার আগে,
বাঙলাটা আসে না বাগে,
বাঙলা খুলে দেখে না,
তাই বাঙলা তেমন শেখে না।
মন তার ইংরেজি ভরা,
হিন্দিটা যায় কেতায় পড়া।
বাঙলা নাকি বেজায় কড়া,
তাই সে ভুলেও দেখে না,
তাই বাঙলা তেমন শেখে না।
ইংরেজি মাধ্যমে পড়ে,
নিত্য স্কুলের গাড়ি চড়ে,
দ্বিতীয় ভাষা হিন্দি পড়ে,
বাঙলা খুলে দেখে না।
তাই বাঙলা তেমন শেখে না।
যাদু নেই বাঙলা গানে,
কী পানসে! কী প্যানপ্যানে!
ঝিমচ্যাক ইংরেজি টানে।
বাঙলা গানতো চাখে না।
তাই বাঙলা তেমন শেখে না।
হিন্দি তো সে দেশের ভাষা,
কথা বলে যায় তো হাসা,
বকা-ঝকার বাঙলা ভাষা,
বাঙলায় মন রাখে না।
তাই বাঙলা তেমন শেখে না।
এ নিয়ে নেই দুঃখ তেমন,
ইংরেজিতে দড় যখন,
হিন্দি বলে মনের মতন।
ভুল এটিকেট রাখে না,
তাই বাঙলা তেমন শেখে না।
কী আর করি? একটি ছেলে,
চাকরি তো চাই বড় হলে।
যুগের তালে তাই তো চলে,
গাঁইয়া ভাবটা মাখে না।
তাই বাঙলা তেমন শেখে না।
এমন ছেলে পায় ক’জনা?
আঙুল গাঁটে যাবে গোনা,
এমন ছেলে খাঁটি সোনা,
বাঙলা ছবি দেখে না।
তাই বাঙলা তেমন শেখে না।


কবি অমিয় আদকের পাতায় যেতেঃ এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।