Skip to content

আমার মোহাম্মদের নামে – কাজী নজরুল ইসলাম

আমার মোহাম্মদের নামে ধেয়ান হৃদয়ে যার রয়
ওগো হৃদয়ে যার রয়।
খোদার সাথে হয়েছে তার গোপন পরিচয়।।

ঐ নামে যে ডুবে আছে
নাই দুঃখ-শোক তাহার কাছে;
ঐ নামের প্রেমে দুনিয়াকে সে দেখে প্রেমময়।।

যে খোশ-নসীব গিয়াছে ঐ নামের স্রোতে ভেসে,
জেনেছে সে কোরন-হাদিস-ফেকা এক নিমেষে।

মোর নবীজীর বর-মালা,
করেছে যার হৃদয় আলা
বেহেশতের সে আশ রাখে না,
তার নাই দোজখে ভয়।।

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।