Skip to content

আমার-দেওয়া ব্যথা ভোলো – কাজী নজরুল ইসলাম

জৌনপুরী-টোড়ি একতালা

আমার-দেওয়া ব্যথা ভোলো
আজ যে যাবার সময় হল॥
নিববে যখন আমার বাতি
আসবে তোমার নূতন সাথি,
আমার কথা তারে বোলো॥
ব্যথা দেওয়ার কী যে ব্যথা
জানি আমি, জানে দেবতা।

জানিলে না কী অভিমান
করেছে হায় আমায় পাষাণ,
দাও যেতে দাও, দুয়ার খোলো॥

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।