Skip to content

আমাকে ক্ষমা কোরো না চে – প্রদীপ বালা

চে তোমার জন্মদিনে একরাশ বৃষ্টি
সে বৃষ্টিতে আমি ঠিক ভিজতে পারিনি
তার বদলে বৃষ্টি বাঁচিয়ে তোমার স্টাইলে
সিগারেট ফুঁকতে চেয়েছি অবিরত
আর দেখে গেছি সেই ঝুম বৃষ্টিতে
ধানক্ষেতে বিপ্লব ঘটাচ্ছে একদল কৃষক

চে তোমার জন্মদিনে তোমার প্রিয় রাইফেল
ক্রিস্টোবাল কার্বাইন
আমি ঠিক সে রাইফেলও ধরতে পারিনি
তার বদলে তোমার মুখচ্ছবি আঁকা টি-শার্ট পরে
বিয়ারের বোতল হাতে উল্লাস করেছি
আর দেখেছি সেসব রাইফেল হাতে পাহাড়ে জঙ্গলে
নির্ঘুম রাত কাটাচ্ছে একদল যুবক
যার প্রতিটি বুলেটে বুলেটে পুজিবাদের বিরুদ্ধে ঘৃণা

চে তোমার জন্মদিনে ফায়ারিং স্কোয়াড
বুক চিতিয়ে আমি তার সামনেও দাঁড়াতে পারিনি!
তার বদলে অনতিদূরে দাঁড়িয়ে দেখেছি
রাষ্ট্রযন্ত্রের জান্তব আস্ফালন
আর একটু একটু করে তোমাকে উপড়ে নেওয়ার প্রচেষ্টা

এখন ভীষণ লজ্জা হয়
আমার ভীষণ লজ্জা হয়, ঘৃণায় কুঁকড়ে আসে শরীর…

আমাকে ক্ষমা কোরোনা চে।

2 thoughts on “আমাকে ক্ষমা কোরো না চে – প্রদীপ বালা”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।