Skip to content

আমরা – সৃজা ঘোষ

এখান থেকে মাইল খানেক, বইছে জীবন ওতপ্রত-
ভেতর ভেতর সবাই একা, রক্ত সাজায় নিজের মত…
‘সহিষ্ণুতা’-য় ভয় করে যার, সভ্যতা তো তাকেই জেতায়।
নষ্ট হবার বীজ পুঁতেছে শহর আমার, অন্য কেতায়

আমার ছিল ধর্ম অনেক, কর্ম অনেক- যেমন খুশি
এখন মুঠোয় যাবজ্জীবন অনেক ‘কালো’ স্বপ্ন পুষি।
শুকিয়ে গেছে অনেক আগেই পকেট ভরতি খরস্রোতা,
এখন কেবল জংলি-জীবন, ধার ফুরিয়ে হচ্ছে ভোঁতা

তোমার ছিল ‘ব্যক্তি-জীবন’, তোমার ছিল নীরব মিছিল,
এখন গলায় শব্দ চুরি, পেছন থেকে একশত ঢিল।
যার শেকলে যাচ্ছি চুরি, প্রকোষ্ঠে যার অন্য অসুখ…
তার পেছনেই দাঁড়িয়ে দেখি- স্তব্ধ যাপন ফেরাচ্ছে মুখ।

এখান থেকে মাইল খানেক, বইছে জীবন ওতপ্রত-
ভেতর ভেতর সবাই একা, রক্ত সাজায় নিজের মত।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।