Skip to content

আপ্ততত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয় – লালন ফকির

আপ্ততত্ত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয় ।
সেই রাগে রে মন সে সাধন সেরে বয় ।।

ভবের আসন করে শ্রীপটে
শুভযোগ লাগে রে জাহাজ রূপচাঁদের ঘাটে
তারের খবর ইষকপটে
সহজ হলে হয় উদয় ।।

করে একি রসের কল
শুভযোগে ডেকে বলে উজান বাঁকে চল
চল চল কল হলো বিকল
সহে যেতে ধাক্কা খায় ।।

নিহার যদি তীর ছুটে
যেতে রে মন পিছল ঘাটে তরঙ্গ উঠে
লালন বলে মোহর এঁটে
ঠিক রাখ রাগের তলায় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।