Skip to content

আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না – লালন ফকির

আপ্ততত্ত্ব না জানিলে ভজন হবে না
পড়িব গোলে ।।

আগে জান গা কালুল্লা, আনাল হক আল্লা
যারে মানুষ বলে ;
পড়ে ভূত এবার হোস্ নে মন আমার
একবার দেখ না প্রেমনয়ন খুলে ।।

আপনি সাঁই ফকির আপনি ফিকির
ও সে লীলার ছলে ;
আপনার আপনি, ভুলে সে রব্বানী
আপনি ভাসে আপন প্রেম-জলে ।।

লা-ইলাহা তন ইল্লাল্লা জীবন
আছে প্রেমযুগলে;
লালন ফকির কয়, যাবি মন কোথায়
আপনার আপনি ভুলে ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।