Skip to content

আপন ছুরতে আদম গঠলেন দয়াময় – লালন ফকির

আপন ছুরতে আদম গঠলেন দয়াময় ।
তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয় ।।

আল্লা আদম না হইলে
পাপ হইত সেজদা দিলে
শেরকি পাপ যারে বলে
এ দীন দুনিয়ায় ।।

দুষে সেই আদম সফি
আজাজিল হল পাপী
মন তোমার লাফালাফি
সেরূপ দেখা যায় ।।

আদমি হলে চেনে আদম
পশু কি তার জানে মরম
লালন কয় আদ্য ধরম
আদম চিনলে হয় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।