Home / লালন ফকিরের গান / আপন ছুরতে আদম গঠলেন দয়াময় – লালন ফকির

আপন ছুরতে আদম গঠলেন দয়াময় – লালন ফকির

আপন ছুরতে আদম গঠলেন দয়াময় ।
তা নইলে কি ফেরেস্তারে সেজদা দিতে কয় ।।

আল্লা আদম না হইলে
পাপ হইত সেজদা দিলে
শেরকি পাপ যারে বলে
এ দীন দুনিয়ায় ।।

দুষে সেই আদম সফি
আজাজিল হল পাপী
মন তোমার লাফালাফি
সেরূপ দেখা যায় ।।

আদমি হলে চেনে আদম
পশু কি তার জানে মরম
লালন কয় আদ্য ধরম
আদম চিনলে হয় ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন