Home / লালন ফকিরের গান / আপন ঘরের খবর নে না – লালন ফকির

আপন ঘরের খবর নে না – লালন ফকির

আপন ঘরের খবর নে না ।
অনা’সে দেখতে পাবি কোনখানে সাঁইর বারামখানা ।।

কমল-কোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা ।।

সূক্ষ জ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকের উপলক্ষ
অপরূপ তার বৃক্ষ
দেখলে জীবের জ্ঞান থাকে না ।।

শুস্ক নদীর শুস্ক-সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার
লালন কয় কীর্তিকর্মার
কী কারখানা ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন