Skip to content

আপন ঘরের খবর নে না – লালন ফকির

আপন ঘরের খবর নে না ।
অনা’সে দেখতে পাবি কোনখানে সাঁইর বারামখানা ।।

কমল-কোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা ।।

সূক্ষ জ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকের উপলক্ষ
অপরূপ তার বৃক্ষ
দেখলে জীবের জ্ঞান থাকে না ।।

শুস্ক নদীর শুস্ক-সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার
লালন কয় কীর্তিকর্মার
কী কারখানা ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।