Skip to content

আপন আপন চিনেছে যে জন – লালন ফকির

আপন আপন চিনেছে যে জন ।
দেখতে পাবে সেই রূপেরই কিরণ ।।

সেই আপন আপন রূপ
সে বা কোন স্বরূপ
স্বরূপরেই সেই রূপ
জানিও করণ ।।

সেই আপনা মোকাম জানিয়ে প্রধান
যে জানে সেই মোকামেরই সন্ধান
করে মোকামেরই সাধন
উজ্জ্বলা তার এই ত্রিভুবন ।।

সেই ঘরের অন্বেষণ জানে যে জন
ঘরের মধ্যে আছে লতিফা ছয়জন
ঘরে আছে পাঁচপাঞ্জাতন, ওরে আত্মপঞ্চজন
আত্মায় আত্মার করে ভজন ।।

সেই রসিকেরই মন বসতে মগন
সেইরূপ রসেতে যেজন দিয়েছে নয়ন
ফকির লাল কয় আমি আমাতে হারাই
আমি বিনে আমার সকল অকারণ ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।