Home / লালন ফকিরের গান / আপনার আপনি চেনা যদি যায় – লালন ফকির

আপনার আপনি চেনা যদি যায় – লালন ফকির

আপনার আপনি চেনা যদি যায় ।
তবে তারে চিনতে পারি সেই পরিচয় ।।

উপর-আলা সদর-বারি
আত্মারূপে অবতারি
মনের ঘোরে চিনতে নারি
কিসে কী হয় ।।

যে অঙ্গ সেই অংশকলা
কায় বিশেষ ভিন্ন বলা
যার ঘুচেছে মনের ঘুলা
সে কি তা কয় ।।

সেই আমি কি আমিই আমি
তাই জানিলে যায় দুর্নামি
লালন কয় তবে কি ভ্রমি
এ ভব কৃপায় ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন