Skip to content

আপনার আপনি চেনা যদি যায় – লালন ফকির

আপনার আপনি চেনা যদি যায় ।
তবে তারে চিনতে পারি সেই পরিচয় ।।

উপর-আলা সদর-বারি
আত্মারূপে অবতারি
মনের ঘোরে চিনতে নারি
কিসে কী হয় ।।

যে অঙ্গ সেই অংশকলা
কায় বিশেষ ভিন্ন বলা
যার ঘুচেছে মনের ঘুলা
সে কি তা কয় ।।

সেই আমি কি আমিই আমি
তাই জানিলে যায় দুর্নামি
লালন কয় তবে কি ভ্রমি
এ ভব কৃপায় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।