Skip to content

আজ তালের বনের করতালি – রবীন্দ্রসঙ্গীত । রবীন্দ্রনাথের গান

আজ তালের বনের করতালি কিসের তালে
পূর্ণিমাচাঁদ মাঠের পারে ওঠার কালে॥
না-দেখা কোন্‌ বীণা বাজে আকাশ-মাঝে,
না-শোনা কোন্‌ রাগ রাগিণী শূন্যে ঢালে॥
ওর খুশির সাথে কোন্‌ খুশির আজ মেলামেশা,
কোন্‌ বিশ্বমাতন গানের নেশায় লাগল নেশা।
তারায় কাঁপে রিনিঝিনি যে কিঙ্কিণী
তারি কাঁপন লাগল কি ওর মুগ্ধ ভালে॥

রাগ: দেশ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

2 thoughts on “আজ তালের বনের করতালি – রবীন্দ্রসঙ্গীত । রবীন্দ্রনাথের গান”

    1. বিজয়া রায়ের ‘আমাদের কথা’ দেশ পত্রিকায় পড়েছি। কিন্তু তিনি কবিতা লিখেছেন বলে আমার জানা নেই! খোঁজ নিয়ে দেখব। সাথে থাকুন। ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।