Skip to content

আজ আমার কৌপিন দে গো ভারতী গোঁসাই – লালন ফকির

আজ আমার কৌপিন দে গো ভারতী গোঁসাই ।
কাঙাল হব মেঙে খাব রাজরাজ্যের আর কার্য নাই ।।

এমনি যদি নাহি পারি
ভিক্ষার ছলে বলবো হরি
এই বাসনা মনে করি
বলিব নাম ঠাঁই অঠাঁই ।।

সাধুশান্ত্রে জানা গেল
সুখ চেয়ে সোয়াস্তি ভাল
খাই বা না খাই নিস্কলহ
তাতে যদি মুক্তি পাই ।।

স্বপ্নে যেমন রাজ-বাজ্য পায়
ঘুম ভাঙিলে সব মিথ্যা হয়
এমনি জান সংসারময়
লালন ফকির কেঁদে কয় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।