Home / লালন ফকিরের গান / আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই – লালন ফকির

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই – লালন ফকির

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই ।
হাত বানানো চুল-দাড়ি-জট কোন ভাবের ভাবুক রে ভাই ।।

যাত্রাদলেতে দেখি
বেশ করিয়ে হয় রে যোগী
তমনি কত জাল বৈরাগী
বাসায় গেলে কিছুই নাই ।।

ফকির ও বৈষ্ণবের তরে
ভক্তিকে ভৎসনা করে
এরা কী বুঝে বেহাল পরে
বললে কিছু শুনতে চাই ।।

না জানি এই কলির শেষে
আর কত রঙ উঠবে দেশে
লালন ভেড়োর দিন গিয়েছে
যে বাঁচো সে দেখবে ভাই ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন