Skip to content

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই – লালন ফকির

আজগবি বৈরাগ্য লীলা দেখতে পাই ।
হাত বানানো চুল-দাড়ি-জট কোন ভাবের ভাবুক রে ভাই ।।

যাত্রাদলেতে দেখি
বেশ করিয়ে হয় রে যোগী
তমনি কত জাল বৈরাগী
বাসায় গেলে কিছুই নাই ।।

ফকির ও বৈষ্ণবের তরে
ভক্তিকে ভৎসনা করে
এরা কী বুঝে বেহাল পরে
বললে কিছু শুনতে চাই ।।

না জানি এই কলির শেষে
আর কত রঙ উঠবে দেশে
লালন ভেড়োর দিন গিয়েছে
যে বাঁচো সে দেখবে ভাই ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।