Home / লালন ফকিরের গান / আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা – লালন ফকির

আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা – লালন ফকির

আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা ।
অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা ।।

কাছে রয় ডাকে তারে উচ্চৈঃস্বরে কোন পাগেলা ।
ও রে যে যা বোঝে, তাই সে বুঝে থাক রে ভোলা ।।

যার যেখানে ব্যথা নেহাত সেইখানে হাত ডলামলা ।
তমনি যেন মনের মানুষ মনে তোলা ।।

যে জনা দেখে সে রূপ, করিয়ে চুপ রয় নিরালা ।
ও সে লালন ভেড়োর লোক জানানো মুখে হরি বলা ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন