Home / লালন ফকিরের গান / আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না – লালন ফকির

আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না – লালন ফকির

আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না ।
হেলা কর না বেলা মেরো না ।।

নিস্কামি নির্বিকারী হয়ে
দাঁড়াও মায়ের স্মরণ লয়ে
বর্তমানে দেখ চেয়ে
আছে স্বরূপে রূপ নিশানা ।।

লামে আলেফ লুকায় যেমন
মানুষে সাঁই আছে তেমন
আকারে সাকার ঝাঁপা মন
সামান্যে কি যায় জানা ।।

যেমন মাতা তেমন পিতা সে
চিরদিন সাগরে ভাসে
লালন বলে কর দিশে
ঘরের মধ্যে ঘরখানা ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন