Skip to content

আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা – লালন ফকির

আছে দিন দুনিয়ার অচিন মানুষ একজনা ।
কাজের বেলায় পরশমণি আর সময়ে তারে চেন না ।।

নবি আলি এই দুইজনে
কলমাদাতা কুল আরফিনে
বে-কলমায় সে অচিনজনে
পীরের পীর হয় জান না ।।

যেদিনে সাঁই নৈরাকারে
ভেসেছিলেন একেশ্বরে
সেই অচিন মানুষ এসে তারে
দোসর হল তৎক্ষণা ।।

কেউ তারে জেনেছে দড়
খোদার ছোট নবির বড়
লালন বলে নড়চড়
সে নইলে কূল পাবা না ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।