Home / লালন ফকিরের গান / আগে গুরুরতি কর সাধনা – লালন ফকির

আগে গুরুরতি কর সাধনা – লালন ফকির

আগে গুরুরতি কর সাধনা ।
ভববন্ধন কেটে যাবে আসা-যাওয়া রবে না ।।

প্রবর্তের গুরু চেন, পঞ্চতত্ত্বের খবর জান
নামে রুচি হলে জীবনে কেন, দয়া হবে না ।
প্রবর্তের কাজ না সারিতে, চাও যদি মন সাধু হতে
ঠেকবি যেয়ে মেয়ের হাতে, লম্ফতে আর সারবে না ।।

প্রবর্তের কাজ আগে সার, মেয়ে হয়ে মেয়ে ধর
সাধনদেশে নিশান গাড়, রবে ষোলআনা ।
রেখ শ্রীগুরুতে নিষ্ঠারতি, ভজনপথে রেখ মতি
আঁধার ঘরে জ্বলবে বাতি, অন্ধকার রবে না ।।

মেয়ে হয়ে মেয়ের বেশে, ভক্তিসাধন কর বসে
আদি চন্দ্র রাখ কষে, কখনো তারে ছেড় না।
ডোব গিয়ে প্রেমানন্দে, সুধা পাবে দন্ডে দন্ডে
লালন কয় জীবের পাপ খন্ডে, আমার মুক্তি হলো না ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন