Home / লালন ফকিরের গান / আকারে ভজন সাকারে সাধন, তায় – লালন ফকির

আকারে ভজন সাকারে সাধন, তায় – লালন ফকির

আকারে ভজন সাকারে সাধন, তায় ।
আকার সাকার অভেদ রূপ জানতে হয় ।।

ভজনের মূল নয়-আকার
গুরু-শিষ্য হয় প্রচার
সাকার রূপেতে আকারে নির্ণয়
আকার ছাড়া সাকার রূপ নাহি রয় ।।

পুরুষ প্রকৃতি আকার
যুগল ভজন প্রচার
নায়ক-নায়িকার যোগমাহিত্ম
যোগের সাধন জানতে হয় ।।

অযোনী সহজ রূপ সংস্কার
স্বরূপে দুইরূপ হয় নিহার
স্বরূপে রূপের স্বরূপ কয়
অবোধ লালন তাই জানায় ।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন