Skip to content

আঁধার মনের মিনারে মোর
হে মুয়াজ্জিন, দাও আজান!
গাফেলতির ঘুম ভেঙে দাও
হউক নিশি অবসান॥

আল্লাহ নামের যে তকবীরে
ঝর্না বহে পাষাণ চিরে
শুনি’ সে তকবিরের ধ্বনি
জাগুক আমার পাষাণ প্রাণ॥

জামাত ভারী জমবে এবার
এই দুনিয়ার ঈদগাহে,
মেহেদী হবেন ইমাম সেথায়
রাহ দেখাবেন গুমরাহে।
আমি যেন সেই জামাতে
শামিল হতে পারি প্রাতে
ডাকে আমায় শহীদ হতে
সেথায় যতো নওজোয়ান॥

আরও পড়ুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।