Skip to content

অ-শেষ – সৃজা ঘোষ

বিকেলের রোদে লাভ নেই খুব আর।
রক্ত জমে না কাঁচা আলোটুকু পেলে,
জীবন জানেনা- ‘সন্ত্রাস কবেকার?’
কতগুলো মাটি জন্ম দিত না ঢেলে… !

পৃথিবীতে খুব হেমন্ত পড়ে আছে।
পাহাড় বোঝেনা উপত্যকার ঝুঁকি
হিম ধরা ছাতি অপ্রেম-ই খোঁজে কাছে-
কিছু কলজেরা রাজনীতি করে সুখী।

মানুষ মরে না যদি, রয়ে যায় কারা!
জঙ্গী জীবন জানলা না খুলে বাঁচে।
আত্মঘাতী তো জন্মেই ঘর-ছাড়া…
স্বেচ্ছা মৃত্যু সাজায় শাণিত আচে

প্যারিস কিম্ব সিরিয়া-রা অভ্যেসে
সব শবদেহ পাশাপাশি শুয়ে থাকে-
রক্তে তবু এ প্ররথিবী যায়না ভেসে
বরং বাঁ দিকে ‘বেঁচে থাকা’ লিখে রাখে।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।