Skip to content

অনুরাগের ঘরে মার গা চাবি – লালন ফকির

অনুরাগের ঘরে মার গা চাবি
যদি রূপনগরে যাবি ।।

শুন মন তোমায় বলি
তুই আমারে ডুবাইলি
পরের ধনে লোভ করিলি
সে ধন কয়দিন খাবি ।।

নিরঞ্জনের নাম নিরাকার
নাই্কো তার আকার-সাকার
বিনা বীজে উৎপত্তি তার
দেখলে মানুষ পাড়ল হবি ।।

সিরাজ সাঁই দরবেশে বলে
গাছ রয়েছে অগাধ জলে
ঢেউ খেলিছে ফুলে ফলে
লালন বাঞ্ছা করলে দেখতে পাবি।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।