Home / লালন ফকিরের গান / অনুরাগের ঘরে মার গা চাবি – লালন ফকির

অনুরাগের ঘরে মার গা চাবি – লালন ফকির

অনুরাগের ঘরে মার গা চাবি
যদি রূপনগরে যাবি ।।

শুন মন তোমায় বলি
তুই আমারে ডুবাইলি
পরের ধনে লোভ করিলি
সে ধন কয়দিন খাবি ।।

নিরঞ্জনের নাম নিরাকার
নাই্কো তার আকার-সাকার
বিনা বীজে উৎপত্তি তার
দেখলে মানুষ পাড়ল হবি ।।

সিরাজ সাঁই দরবেশে বলে
গাছ রয়েছে অগাধ জলে
ঢেউ খেলিছে ফুলে ফলে
লালন বাঞ্ছা করলে দেখতে পাবি।।

আরও পড়ুন

About কবিতা ককটেল

কবিতা ককটেল বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। নবীন ও প্রবীণ সকল লেখকের লেখাই এখানে প্রকাশ করা হয়। ২০১৪ সনে আত্মপ্রকাশ করে কবিতা ককটেল সকলের প্রিয় হয়ে উঠেছে।

মন্তব্য করুন