Skip to content

প্রফেসর শঙ্কু – মল্লিকা রায়

বিমলা ওঠ
চেলীটা বরং তুই-ই নে
তোর পরে মুখিয়ে আছে কেউ
আমার বেন্দাবনী বেনারসির
কাচ ফুলে তোর মুখ আজ
চোদ্দ’শ আলোয় ঝলমল্ ।

মখমলী দেরাজে তের’র উদযাপনে
পাওয়া, শখের নোলকে
ঠিকরে পরা দ্যুতি চতুর্দোলায়
তোকে প্রথম দেখবে বলে
বাধন দিলুম জ্যোৎস্নাকে।

নাক কান জুড়ে এখন মহোল্লাস
গলিটার কাছে বরণ হলে
তুইও মিলিয়ে যাবি
আর আমার শাড়ীর ফুলে
জন্ম নেবে সুখ দুঃখের বিনোদন ।

বিমলা দেখ
তুই কেমন সুখী হয়ে চলেছিস
তোর কটিবন্ধ ঘিরে হিম হয়ে আছে সব
বাঘনখ, গোলাগুলি
কেমন ঠেসে রেখেছিস সময়টাকে

আমার আর ভাল্লাগে না আজকাল
নকশাওলা গ্লোবটায় খুব ক্ষীণ
মনে হয় নিজেকে, বলেছিলি সেদিন
সেই চেলীটা মাথায় দিলেই
অদৃশ্য হয়ে যায় মধ্যের খু৺টিটা

অথচ আজও রয়েছি অনাড়ম্বর সেই
চেলী আর খু৺টির মধ্যিখানে।।

মন্তব্য করুন